Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বারি ৪ আম
বিস্তারিত :চারা কোথাই পাওয়া যাবে? চারা চেনার উপাই ?

উত্তর/মতামত

বারি আম-৪ বিএআরআই উদ্ভাবিত উচ্চফলনশীল নাবি জাতের আম। এই আমের চারা সারা দেশে বিএআরআই এর আঞ্চলিক কেন্দ্র এবং আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রগুলোতে পাওয়া যাবে। চারা চেনার নির্দিষ্ট কোন উপায় নাই। তবে ফলের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যা দেখে চেনা যায় বারি আম-৪। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২