Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মরিচ গাছের সমস্যা
বিস্তারিত :আমার বাসার ছাদের উপর আমি মরিচের চারা রোপন করেছিলাম। কিন্তু চারা বড় হওয়ার সাথে সাথে মরিচ \"গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে।\" একজন বলেছিল ছাই ছিঁটিয়ে দিতে। পরামর্শ অনুযায়ী আমি ছাই দিয়েছিলাম কিন্তু ভালো ফল পেলাম না। তাছাড়া \"গাছে ফুল এসেও মরিচ ধরছে না।\" এখন এ সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমার করণীয় কী?

উত্তর/মতামত

ছবিতে দেখা যাচ্ছে যে, পাতা কুকড়ে যাচ্ছে। থ্রিপস পোকার মাকড়ের আক্রমণে এই সমস্যা দেখা যায়। তাই প্রাথমিক অবস্থায় অথ্যাৎ এই সমস্যার শুরুতে যখন পাতা কুকড়ানো দেখা যায় তখনই স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়। তবে এখন আপনার গাছে পোকার জন্য সাবাসেস/ইমিটাফ নামক কীটনাশক প্রতি লিটার পানিতে ১ মি.লি হারে মিশিয়ে এবং মাকড়ের জন্য ভাটিসেক/ওমাইট/একামাইট নামক মাকড়নাশক প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের পাতার উপর ও নিচের পিঠসহ পুরো গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে। আক্রমণের মাত্রা অনুয়ায়ী ৭-১০ দিন পরপর গাছে স্প্রে করতে হবে। এক্ষেত্রে অবশ্যই মাকড়নাশক প্রথমদিন এবং পরের দিন কীটনাশক স্প্রে করতে হবে। মরিচের ফুল ঝরা অনেকগুলো কারণে হয়ে থাকে। মাটিতে কম বা বেশী আর্দ্রতা, সুষম সারের অভাব, পরাগায়ন সমস্যা, অতিরিক্ত বা কম তাপমাত্রা ইত্যাদি। তাই উপরোক্ত অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিলে এবং ফ্লোরা নামক হরমোন ব্যবহার করে গাছের ফুল ঝরা কমানো যায়