Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : অাম গাছের পোকা মাকর
বিস্তারিত :অাম গাছে মিলি বাট ধরনের সাদা পোকা দেখা দিয়েছে । কিভাবে দমন করা যায়,

উত্তর/মতামত

মিলিবাগে আক্রান্ত পাতা, ডগা, ফল সংগ্রহ করে মাটিতে পুতেঁ ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে’ এছাড়া- গুড়া সাবান ৫ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। অথবা ব্রাশ দ্বারা সাদা বস্তু সরিয়ে রগর/রক্সিয়ন ২ মি.লি./লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে। অথবা সানটাফ/টাফগর ২গ্রাম/লি. পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে। এছাড়াও, গরমের সময় গাছের গোড়ার চারদিকে খুঁড়ে দিতে হবে। এরপর ডিসেম্বর মাসে মাটি থেকে ৩০-৪৫ সে.মি. উপরে গাছের কান্ডে গ্রীজ: আলকাতরা=১:২ অনুপাতে অথবা রেজিন:কেস্টর ওয়েল= ৪:৫ অনুপাতে মিশিয়ে আঠালো কালী আকারে প্রয়োগ করতে হবে। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১