Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : লাউয়ের ফলন
বিস্তারিত :লাউ গাছে ফলন হচ্ছে কিন্তু বড় হচ্ছেনা ছোট অবস্থায় পচে যায়

উত্তর/মতামত

লাউ গাছে ফলন হচ্ছে কিন্ত বড় হচ্ছে না ছোট অবস্থায় পচে যায়? ১। গাছের গোড়ায় বোরন সার (বোরিক এসিড) ১.৫ কেজি/বিঘা হিসাবে প্রয়োগ করুন ২। বিকেলে লাউয়ের স্ত্রী ফুলে পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করতে হবে। ৩। মাটি স্যাঁত স্যাঁত রাখা যাবে না । ৪। পরিমিত মাত্রায় (নির্দিষ্ট) সার প্রয়োগ করা ইউরিয়া-৩০কেজি/বিঘা, টিএসপি-৩০কেজি/বিঘা, এমওপি ২৫ কেজি/বিঘা, জিপসাম ১২কেজি/বিঘা, বোরন ১.৫ কেজি/বিঘা, দস্তা ১.৫ কেজি/বিঘা