Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেপে চারার চপন রোগ
বিস্তারিত :আমি বাড়িতে প্রায় ৫০ টির বেশি পেপে চারা রোপন করেছি ২ মাস প্রায়। অনেক চারা গোড়ায় পচন ধরে মরে গিয়েছে। । নতুন ভাবে চারা লাগানোর উপযুক্ত সময় এবং রোপন পদ্ধতি, সার ও কীটনাশক সম্পর্কে জানালে উপকৃত হবে। আপনাদের কাছ হতে আগের প্রশ্নের উত্তর পাইনি। ধন্যবাদ

উত্তর/মতামত

পেঁপে গাছ উষ্ণ ও আর্দ্র জলবায়ু পছন্দ করে। পেঁপের গাছ জলাবদ্ধতা পোটেই সহ্য করতে পারে না। মাটি স্যাতস্যাতে থাকলে বীজতলায় চারা ঢলে পড়া এবং বর্ষাকালে কান্ডপচা রোগ হয়। এ রোগ প্রতিকারের তেমন সুযোগ নেই, প্রতিরোধের ব্যবস্থা করা উত্তম। সেপ্টম্বর –অক্টোবর এবং ডিসেম্বর – জানুয়ারী মাস পেঁপের বীজ বপনের উত্তম সময়। বপনের ৪০-৫০ দিন পর চারা রোপনের উপযোগী হয়। পেঁপের চাষ সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি জানতে ভিজিট করুন: www.bari.gov.bd, e-book, কৃষি প্রযুক্তি হাত বই, ২য় খন্ড, ফল ফসল, পেঁপে। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১