Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বারোমাসি আমড়ার কলম
বিস্তারিত :বিলাতি আমড়ার গাছে বারি আমড়া-১ এর কলম বাধছি, কিন্তু সায়নের জোড়ের স্থান পচে যাচ্ছে। প্রশ্ন: আমড়ার কলম বাধার সময়, পদ্ধতি জানতে চাই?

উত্তর/মতামত

আপনার বিলাতি আমড়া ও বারি আমড়া-১ এর জোড় কলমের কাজটি সঠিক হয়েছে কিনা তা বলা মুশকিল। এই কাজটি বিএআরআইি এ এখনও গবেষণা করা হয়নি। তাই এর সম্ভব্যতা, উপযোগীতা সম্পর্কিত নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব নয়। এর উপর গবেষণা করা হলে বিস্তারিত পদ্ধতি বীজ ও ক্লেফট কলমের মাধ্যমে হয়। সেক্ষেত্রে আদিজোড়ের বয়স ১ বছর ও উপজোড়ের বয়স ৪-৬ মাস হওয়া বাঞ্চনীয়। ফেব্রুয়ারী-মার্চ মাসে গ্রাফটিং করলে সফলতার হার বেশি হয় আমড়াতে। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর। মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২