Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলু বীজ
বিস্তারিত :ব্রিডার আলু বীজ পেতে হলে কোন্ ধরনের আলু চাষী হতে হবে? উক্ত ধরনের আলু চাষী হওয়ার জন্য কী কী করতে হবে?

উত্তর/মতামত

ব্রিডার আলু বীজ পেতে হলে অগ্রগামী কৃষক হতে হবে। তাঁকে আলু বীজ উৎপাদন ও বিপনন কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তবে আলু বীজ উৎপাদনের জন্য নিজস্ব জমি ও সর্টিং সেড থাকলে ভাল হয়। ড. তপন কুমার পাল, পরিচালক, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বিএআরআই, জয়দেবপুর, গাজীপুর।