Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কৃষি
বিস্তারিত :আমি হাইব্রিড নারিকেল চাষে উৎসাহী। আমার চাঁদপুরের মাটিও আবহাওয়া নারিকেল চাষের অনুকূলে হওয়াতে আমি আরো বেশি আত্তবিশ্বাসী। সে ক্ষেত্রে আমি আপনাদের সাহায্য কামনা করছি। আমি এই নারিকেল চাড়া কোথায় থেকে কিভাবে পাব? আপনাদের সহযোগীতা পেলে আমি চির কৃতজ্ঞ থাকব।

উত্তর/মতামত

হাইব্রিড নারিকেল গাছ চাঁদপুর জেলায় পাওয়া যাবে না। ঢাকার আসাদ গেটে অবস্থিত হরটিকালচার সেন্টার (কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিনস্ত) এ যোগাযোগ করে দেখতে পারেন। সেখানে হাইব্রিড নারিকেলের চারা পেতে পারেন। ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১