Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বৃক্ষ‌রোপন
বিস্তারিত :উত্তর দিলে উপকৃত হবো। বাড়ির পাশের ফসলি জমিতে গাছ লাগাতে চাচ্ছি। বর্ষা ছাড়া অন্য সময় পানি থাকেনা। তবে মাটি কিছুটা স্যাতস্যাতে ভাব। বন্যা হলে পানি হাটু বা কোমর পর্যন্ত উঠে। কি কি চারা গাছ লাগানো যায়? তবে অামার একটা ধারনা সেগুন, নিম, অর্জুন, কাঠাল গাছ লাগাবো। কিন্তু যদিও সেগুন অত্যন্ত দামি। কিন্তু মানুষ এই গাছ একেবারেই রোপন করেনা। তাই মনের ভিতর একটা সন্দেহ কাজ করছে সেগুন চারা লাগালে হবে কিনা? দয়া করে উত্তর দিবেন। এছাড়াও কি কি চারা লাগা‌নো যায়?

উত্তর/মতামত

বিএআরআই এর ফল বিভাগে শুধুমাত্র ফল গাছ নিয়ে গবেষণা করা হয়। এমতাবস্থায়: অন্যান্য গাছের চারা লাগানোর বিষয়ে সঠিক পরামর্শ দেওয়া সমীচীন নয়। এক্ষেত্রে আপনার নিকটস্থ বন বিভাগে যোগাযোগ করে দেখতে পারেন। এছাড়া, কাঁঠাল গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। কাঁঠাল গাছের জলাবদ্ধতা সহনীয় করার লক্ষ্যে গবেষণা কার্য চলমান রয়েছে। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২