Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কলা গাছের রোগ বালাই
বিস্তারিত :কলা গাছের পাতার রং বাদামী এবং খোকড়া খোকড়া দেখা যাচ্ছে। কয়েকটি গাছ ফল আসার আগেই মরে গিয়েছে এই রোগের কারনে। কি করনীয়?

উত্তর/মতামত

কলা গাছে পানামা রোগ হয়ে থাকতে পারে। রোগাক্রান্ত গাছ শিকড় ও চারাসহ তুলে সরিয়ে ফেলতে হবে এবং ৩-৪বছর সেখানে কলার চাষ করা যাবে না। তিন মাস পানি দ্বারা ডুবিয়ে রাখলে জমিকে রোগমুক্ত করা যায়। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর। মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২