Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : চারা কোথায় পাওয়া যায়
বিস্তারিত :স্যার, রাম্বুটান, এভােকডোে, লংগান,জাবাটকিাবা, কউিই, ম্যাঙ্গােস্টনি, ডুরয়িান, আলুরখারা, এপ্রকিট, পস্তো, মাল্টা, র্পাসমিন, কমলা, আপলে, প্যাশনফল, চরে,ি নাশপাতি এই ফল গুলোর চারা কোথায় পাওয়া যায় । কোন ফলের গাছটি কখন ফল দেয়। ফলসহ কলম চারা পাওয়া কি না তা একটু জানাবেন। ফলসহ কোন গাছের মূল্য কত হবে।

উত্তর/মতামত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যে সকল ফল ফসল নিয়ে গবেষণা করে সেইসব ফল ফসলের চারা/কলম উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুরে পাওয়া যাবে। ফলের চারা/কলম প্রদানকারী কর্মকর্তা ও চারা/কলমের মূল্য নিম্নের লিংকে দেয়া হলো। ফলের চারা/কলম প্রদানকারী কর্মকর্তার তথ্য ফলের চারা/কলমের মূল্য এএসআইসিটি বিভাগ বারি, গাজীপুর
সংযুক্ত ফাইল : brbn/791_Crop sapling.pdf