Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : khatal fata jai....o khatal are dogata poka dore
বিস্তারিত :

উত্তর/মতামত

কাঁঠালের ফল ফেটে যাওয়ার কারণ ও প্রতিকার: ১) কিছু কিছু কাঁঠাল জাতগত বৈশিষ্টের জন্যই ফেটে যায়। সেক্ষেত্রে ফল পরিপক্ক হওয়ার সাথে সাথেই সংগ্রহ করতে হবে। অথবা ৮-১০ দিন পূর্বেই সংগ্রহ করতে হবে। সাধারণত: কাঁঠাল ৯০-১০০ দিনেই পরিপক্ক হয় এবং সংগ্রহ করা যায়। ২) গাছের গোড়ার মাটিতে পানির আধিক্য হলে বা হঠাৎ বৃষ্টি হলেও কাঁঠাল ফেটে যায়। সেক্ষেত্রে গোড়ায় জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। ৩) বোরন ক্যালসিয়াম প্রভূতি মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে ফল ফেটে যায়। এজন্য ১৫-২০ গ্রাম বোরন এবং ২০০ গ্রাম জিপসাম সেপ্টেম্বর – অক্টোবর মাসে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। ৪) সারা বছর গাছের পুষ্টির ভারসাম্য রক্ষার জন্য যথেষ্ট পরিমাণ জৈব সার প্রয়োগ করতে হবে। কাণ্ড ছিদ্র কারী পোকা দমন: ছিদ্রের ভিতর সরু রড ঢুকিয়ে পোকা মেরে ফেলে, ছিদ্রের ভিতর সিরিঞ্জের মাধ্যমে কেরোসিন ঢুকিয়ে কাদা বা মোম দিয়ে ছিদ্রপথ বন্ধ করে দেয়া। ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর