Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মাল্টা চাষ
বিস্তারিত :বারি মাল্টা-১ ,বারি মাল্টা-2 এর মাঝে বারি মাল্টা-2 চাষ করলে ফলন কেমন হবে আর এই মাল্টা পাকলে কি অদৌ হলুদ রং ধারন করে কিনা আর পার্বত্য খাগড়াছড়ি জেলায় পাকিস্তানি মাল্টা চাষের সম্ভাব্যতা কেমন তা জানােল উপকৃত হব ৷ ধন্যবাদ ৷

উত্তর/মতামত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বারি মাল্টা-১ নামে একটি মাল্টার জাত মুক্তায়ন করা হয়েছে। বারি মাল্টা-১ পাকলে কখনই হলুদ বর্ণ ধারণ করে না। পূর্নতা প্রাপ্তির সাথে সাথে এই ফল গাঢ় সবুজ বর্ণ থেকে হালকা সবুজ বা ফ্যাকাশে সবুজ হয়ে থাকে। পাকিস্তানী মাল্টা বিএআরআই এর জাত নয় বিধায় এ সম্পর্কে কোন তথ্য জানানো সম্ভবপর নয়। ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই