Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মশলা ফসল জিরা
বিস্তারিত :জিরা বীজ কিনতে চাই।দয়া করে যোগাযোগের ঠিকানা জানালে উপকৃত হবো।

উত্তর/মতামত

জিরা একটি বিদেশী মসলা ফসল। আমাদের দেশের আবহাওয়া ও মাটি সম্পূর্ণভাবে জিরা চাষের উপযোগী কিনা সে বিষয়ে গবেষণা চলছে। এ ছাড়াও ফসলটির রোগবালাই, বীজ সংরক্ষণ ইত্যাদি বিষয় পরীক্ষাধীন। উৎপাদন সংক্রান্ত বিভিন্ন কলাকৌশল ও উত্তম জিরা জাম প্লাজম (লাইন) জাত হিসাবে উদ্ভাবনের পর ভবিষ্যতে বীজ সরবরাহ করা যেতে পারে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: মসলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়া (টেলিফোন নং- ০৫০৩৩-৬৯০৮১)। ড. রুম্মান আরা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর