Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : lichu dhorena
বিস্তারিত :Amader lichur bagan ace. 12 bosor holo lagano kintu lichu dhorce na. Lichu dhorar jonno ki korbo.

উত্তর/মতামত

গাছে সার প্রয়োগ করে দেখতে পারেন। সার প্রয়োগের আগে মাটি পরীক্ষা করে নেওয়া উচিত। ১১-২০ বছরের গাছের জন্য গোবর -৩০ কেজি, ইউরিয়া-১২০০ গ্রাম, টিএসপি-২০০০ গ্রাম, এমওপি-১২০০ গ্রাম, জিপসাম-২৫০ গ্রাম ও জিংক সালফেট-৩০ গ্রাম প্রয়োগ করতে হবে। এর মধ্যে ইউরিয়া ও এমওপি সমান তিন ভাগ করে ১ম ভাগ অন্যান্য সারের সাথে বর্ষার শুরুতে প্রয়োগ করতে হবে। বাকি ২ ভাগ সেপ্টেম্বর-অক্টোবর মাসে একবার এবং ফুল আসার পর আরেক ভাগ প্রয়োগ করতে হবে। গাছের সঠিক পরিচর্যা যেমন আগাছা পরিস্কার, ডালপালা ছাটাই করা, পর্যাপ্ত সেচের ব্যবস্থা করতে হবে।