Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বারি রাম্বুতান-১
বিস্তারিত :বারি রাম্বুতান-১ এর গ্রাফটিং করা চারা কী গাজীপুর অথবা খাগড়াছড়ি পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র হতে সংগ্রহ করা যাবে কী ? যদি সম্ভব হয় তাহলে যোগাযোগের জন্য ফোন নাম্বার দিলে আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারবো । আমার শুধু একটা গ্রাফটিং করা চারা হলেই চলবে । ধন্যবাদ ৷

উত্তর/মতামত

বিএআরআই, গাজীপুর অথবা খাগড়াছড়িতে বর্তমানে রামবুতান এর কলম পাওয়া যাবে না। তবে, বিএআরআই, গাজীপুর এ কলম তৈরী করা হচ্ছে, যা কিছু দিনের মধ্যে সীমিত পরিমাণে সরবরাহ করা যাবে। এই মূহুর্তে, বীজের চারা নিতে চাইলে বিএআরআই, গাজীপুর হতে সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে, স্ত্রী/পুরুষ গাছ নিশ্চিত হওয়া কঠিন; যা ফল না ধরার প্রধান অন্তরায়।