Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পলি ব্যাগে চারা রুপন
বিস্তারিত :পলি ব্যাগে চারা রুপনের জন্য মাটিতে কোন স্যার মিশালে চারা তারা তারি বড় হয়।

উত্তর/মতামত

প্রতি ৪ কেজি দোঁয়াশ মাটির সাথে ১ কেজি পঁচানো গোবর সার মিশিয়ে সাইজ অনুযায়ী পলিব্যাগ ভর্তি করতে হবে (২৫০-৩০০ গ্রাম)। অতপর বীজ বপন করতে হবে। বীজ গজানোর ১৫ দিন পর চারা কম বাড়ন্ত হলে প্রতি লিটার পানিতে ১ গ্রাম ইউরিয়া সার মিশ্রিত করে ১ বার স্প্রে করলে চারা তাড়াতাড়ি বড় হবে।