Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমের পাতা পোকায় খাচ্ছে |
বিস্তারিত :গত রমজান মাসে আমি ৩৫ টি আম্রপলির চারা দিয়ে আমের বাগান শুরু করি | গাছের নতুন পাতা পোকায় খেয়ে ফেলছে | এখন আমি কি করব ?

উত্তর/মতামত

আপনার আম গাছে পাতা কাটা উইভিল নামক পোকার আক্রমন ঘটেছে। এ পোকা আম গাছের শুধু কঁচি পাতার ক্ষতি করে। স্ত্রী পোকা কঁচি পাতার নিচের পিঠে ডিম পাড়ে এবং পাতাটির বোটার কাছাকাছি কেটে দেয়। পোকায় কাটা পাতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। এছাড়া সুমিথিয়ন প্রতি লিটার পানিতে ২ মিলি হারে অথবা সেভিন প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে গাছে স্প্রে করতে হবে। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর