Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Year round mango tree after care
বিস্তারিত :I have 2 year round mango tree in pot. Those tree show new leaves coming out. What will be my practices to take care ? Please let me know. Thanks in advanced.

উত্তর/মতামত

গাছের সঠিক পরিচর্যা, সার প্রয়োগ এবং নিয়মিত সেচের ব্যবস্থা করতে হবে। সারের পরিমাণ-ইউরিয়া-১০০ গ্রাম, TSP-১০০ গ্রাম, MoP-১০০ গ্রাম, জিপসাম-৫০ গ্রাম, জিংক সালফেট-২৫ গ্রাম ও গোবর সার-৪-৫ কেজি সবগুলো সার একত্রে প্রয়োগ করতে হবে এবং প্রতি দুই মাস পর পর শুধু ইউরিয়া প্রয়োগ করতে হবে । এছাড়া রোগ-বালাই, পোকা-মাকড় এর আক্রমন হতে রক্ষা পেতে সুমিথিয়ন ২ মিলি/লিটার বা সেভিন ২ গ্রাম/লি. পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ফুরাডান ১০ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে মাটিতে শিশিয়ে দিতে হবে। ছত্রাকনাশক হিসেবে ডায়মেন এম-৪৫/ইন্ডোফিল এম-৪৫ ৩ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন ব্যবধানে ৩ বার স্প্রে করতে হবে। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর