Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলু
বিস্তারিত :আলুর কুয়াশা জন্য কি বিষ দেব ও আপনার ফোন নং টা আমার মোবাইলে মেসেজ করে দেন কালকে কথা বলবো

উত্তর/মতামত

আলুর কুয়াশাযুক্ত আবহাওয়া দেখা দিলে প্রতিরোধ হিসেবে Ridomil Gold অথবা Indofil অথবা Mancozeb ইত্যাদি ৩% হারে ৩ দিন অন্তর স্প্রে করা যেতে পারে। পাতা পচা রোগ দেখা দিলে সেচ বন্ধ করতে হবে এবং Secure নামক ফানজিসাইড ১% হারে ৩ দিন পরপর পাতা উপরে ও নীচে ভালভাবে স্প্রে করতে হবে। মো: আবু কাওছার বৈজ্ঞানিক কর্মকর্তা কন্দাল গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর মোবাইল: ০১৭২৪-২৮৭৭৯৩