Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : immature mango dropping
বিস্তারিত :ছাদে লাগানো আমের কলম।কিছু আম ধরেছে এইবার কিনতু ছোট অবসহাতেই সব আম ঝরে যাচেছ। এখন কি করনীয়?

উত্তর/মতামত

চারা কলমের বয়স এবং কি কি পরিচর্যা গ্রহন করেছেন তা উল্লেখ নাই। কলমের গাছে প্রথম তিন বছর ফুল ফল ছাঁটাই করে দিতে হবে। সঠিক পরিচর্যা, সার ও পানি প্রয়োগ করতে হবে। যেহেতু এ বছর আম প্রায় ঝরেই গেছে, তাই তেমন কিছু করার নেই। পানি সেচ এবং ২% ইউরিয়া স্প্রে করে দেখতে পারেন। পরবর্তী বছরের জন্য প্রয়োজনীয় পরিচর্যামূলক ব্যবস্থা গ্রহন করতে হবে। বয়স অনুযায়ী গাছের পরিচর্যা বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.bari.gov.bd কৃষি প্রযুক্তি হাত বই এর ২য় খন্ড, ফল ফসল। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২