Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেয়ারা চাষ
বিস্তারিত :আসসালামুয়ালাইকুম আমি হবিগব্জ জেলার নবীগঞ্জ থানায় বাস করি, আমি উন্নত জাতের থাই পেয়ারা চাষ করতে চাই, এই বিষয়ে সরকারিভাবে কোতায় পরামর্শ পাবো একটু জানতে চাই?. আর উন্নত জাতের তাই পেয়ারা চারা কোতায় পাওয়া যাবে?. আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে উপকৃত করবে আশা করি,

উত্তর/মতামত

থাই পেয়ারা বিএআরআই উদ্ভাবিত কোন জাত নয়। তাই এটা সম্পর্কিত কোন তথ্যাদি বা পরামর্শ দেওয়া সম্ভব নয়। আপনি চাইলে বিএআরআই উদ্ভাবিত পেয়ারার চাষ করতে পারেন যেমন- বারি পেয়ারা-২, বারি পেয়ারা-৩। এই জাতগুলোর কলম পেতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন- সরেজমিন গবেষণা বিভাগ, সিলেট/আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর, মৌলভীবাজার। ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১