Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কমলা গাছে ছত্রাকের আক্রমনে করণীয়
বিস্তারিত :জনাব আমাদের গ্রামের বাড়িতে একটি কমলা গাছ রয়েছে। ২০০৯ সালে গাছটিতে প্রথম ৭/৮টি কমলা ধরে এবং ২০১০ সালে গাছটিতে কয়েকশত কমলা ধরে। আকারে বড় এবং রসালো হওয়ায় গাছটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু ২০১১ সাল থেকে ছোট থাকতেই গাছ থেকে কমলা ঝরে যায় এবং ধীরে ধীরে প্রতি বছর কমলার পরিমাণ কমে যায়। পরবর্তীতে গাছটিতে ছত্রাকের আক্রমণ হতে থাকে এবং ধীরে ধীরে ডালপালা শুকিয়ে যেতে থাকে। বর্তমাণে গাছটির একাংশ জীবিত এবং একাংশ মৃতপ্রায়। জীবিত অংশ দিয়ে নতুন শাখা জন্মাচ্ছে। আবার গাছটির অন্য অংশ শুকিয়ে যাচ্ছে। গাছটিকে পুনরায় সম্পূর্ণ সতেজ করতে করণীয় সম্পর্কে জানালে খুবই উপকৃত হব। এ বিষয়ে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। বিনীত সুইটি আখতার

উত্তর/মতামত

আপনার উল্লেখিত সমস্যাটির সমাধান বেশ জটিল। এ অবস্থায় গাছটি পূনরায় সম্পূর্ণ সতেজ হওয়ার সম্ভাবনা ক্ষীন। তবে গাছটির যদি ৫০% এর বেশি অংশ সতেজ থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থাপনার মাধ্যমে পূনরুদ্ধার করা যেতে পারে। ৫০% এর বেশি অংশ নষ্ট হয়ে গেলে এটি আর সম্ভব নয়। মৃতপ্রায় অংশে গাছের ডাল ও কান্ডের বাকল ঠিক আছে নাকি পঁচে গেছে? কান্ড দিয়ে কোন প্রকার রস বের হচ্ছে কিনা এবং আপনার এলাকা কোথায় এসব তথ্য জানান নাই। এসব তথ্য এবং ছবিসহ যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। ড. মদন গোপাল সাহা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল নম্বর: ০১৫৫৩-৩৯১২৩১