Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফল বাগানের লেআউট
বিস্তারিত :আমি ফল বাগান করতে আগ্রহী, যেমন আম, নারিকেল, পেয়ারা, লেচু, লটকন, লেবু ইত্যাদি সে জন্য বাগানের কোথায় কোন ফলের চারা লাগাবো সে বিষয়ে পরামর্শ প্রয়োজন এবং বাগানের লেআউট দরকার / দয়া করে আমাকে লেআউট প্রদান করলে আমি পরকল্পিত ভাবে ফলের বাগান করতে পারবো / উল্লেখ্য জমির পরিমান ২০০/৫০০ শতাংশ /

উত্তর/মতামত

বাগানের লেআউট প্রদান করা বিএআরআই এর ম্যান্ডেটের মধ্যে পড়ে না। বিএআরআই এর গবেষকগণ বিভিন্ন রকম গবেষণায় লিপ্ত এবং ব্যস্ত। তাই পূর্ণাঙ্গ কোন লেআউট করে আপনাকে প্রদান সম্ভব নয়। সরাসরি যোগাযোগ করলে লেআউট তৈরি ও ফসল বাছাই এর পরামর্শ প্রদান করে সহায়তা করা যেতে পারে। এছাড়া দেশে এখন অনেক বিশেষজ্ঞ রয়েছেন, তাদের সাথে যোগাযোগ পূর্বক পরামর্শ গ্রহণ করতে পারেন। অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনস্ত হরটিকালচার সেন্টারে যোগাযোগ করে দেখতে পারেন। ড. মদন গোপাল সাহা মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফল বিভাগ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর।