Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমের রোগ
বিস্তারিত :আমার পাঁচটি আম গাছ আছে । এগুলো আম্রপালি ও হিমসাগর । আমি গত আষাঢ়ে গাছের চারাগুলো রোপন করি । কিন্তু গত এক মাস থেকে সাদা ছত্রাকের মত দেখা যাচ্চে । বর্তমানে গাছের কান্ড ও পাতায় ছড়িয়ে গেছে । আমি কিভাব এ সমস্যা হতে সমাধান পেতে পারি জানাবেন ।

উত্তর/মতামত

আক্রমনের ধরন অনুযায়ী মনে হচ্ছে আম গাছে মিলি বাগ নামক পোকার আক্রমন হয়েছে। ব্রাশ দ্বারা সাদা বস্তু/পোকা সরিয়ে ফেলা অথবা আক্রান্ত পাতা ও ডগা সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। গুড়া সাবান (হুইল/জেট পাউডার) পানিতে (৫ গ্রাম/লি:) মিশিয়ে স্প্রে করেও এ পোকা দমন করা যায়। আক্রমনের মাত্রা বেশী হলে ডাইমেথয়েট জাতীয় কীটনাশক (পারফেকথিয়ন/টাফগর/অন্য নামের) প্রতি লিটার পানিতে ২ মি. লি. হারে মিশিয়ে ১৫ দিন পরপর ২-৩ বার আক্রান্ত গাছের স্প্রে করতে হবে। ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২