Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আলু বীজ পাপ্তি বিষয়
বিস্তারিত :প্রজনন বীজ আলু পেতে হলে করনিয় কি?

উত্তর/মতামত

প্রজনন বীজ আলু পেতে হলে পরিচালক, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে ভোটার আইডি কার্ড যুক্ত করতে হবে। কোন বীজ ডিলার হলে তার সকল সনদ আবেদনের সাথে যুক্ত করতে হবে। আবেদন অবশ্যই ৩০শে সেপ্টেম্বরের পূর্বে করতে হবে। ড. মো: আব্দুল আজিজ
পরিচালক
কন্দাল ফসল গবেষণা কেন্দ্র
বারি, গাজীপুর