Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ফল জাতীয় ফসল (নারিকেল) চাষ রোপণ সম্পর্কে
বিস্তারিত :প্রস্ন-১ঃ বসত বাড়িতে দেশীয় বড় জাতের নারিকেল গাছের চারা লাগাতে কতটুকু গর্ত করতে হবে এবং ম্যাটিতে সার ব্যবস্থাপনা পদ্ধতি ও সময়কাল সম্পর্কে জানতে চাচ্ছি ? প্রস্ন-২ঃ ছোট আকারের (dwarf variety), কম সময়ে ফলন দেয়, এ জাতীয় কয়েকটি নারিকেলের জাতের নাম জানতে চাচ্ছি ?

উত্তর/মতামত

নারিকেল চারা রোপনের ১৫-২০ দিন পূর্বে ৬ × ৬ মিটার দূরত্বে ১ মি. × ১ মি. × ১ মি- গর্ত করে প্রতি গর্তে ২০-৩০ কেজি গোবর, ২৫০ গ্রাম টিএসপি ৪০০ গ্রাম এমওপি, ১০০ গ্রাম ZnSo4 এবং ৫০ গ্রাম বরিক এসিড প্রয়োগ করে গর্তের মাটির সাথে ভালভাবে মিশিয়ে গর্ত ভরাট করে সেচ দিতে হবে। এছাড়া, চাষ পদ্ধতি ও সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.bari.gov.bd, কৃষি প্রযুক্তি হাত বই (২য় খন্ড), ফল ফসল, নারিকেল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আমদানীকৃত ২টি খাটো নারিকেল জাত রয়েছে। ১। কেরালা খাটো জাত ২। ভিয়েতনামী খাটো জাত ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর। মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২