Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : ধানের জাত চেনার উপায়
বিস্তারিত :স‍্যার আমি একজন নতুন চাতাল/ রাইস মিল ব‍্যবসায়ী । বর্তমানে বাজার থেকে ধান কেনার সময় আমি যে সমস্যাটির খুব বেশি মুখমুখি হচ্ছি তা হলো ধান ব‍্যাপারীরা বেশি লাভের জন্য বিভিন্ন জাতের ধান কে একত্রে মিশিয়ে বিক্রি করে। যেমন "বিআর ২৮"ধানের সাথে "বিআর২৯"অথবা" বিনা৭"ধানের সাথে "বিআর ২৮"ধানের মিশ্রন ইত‍্যাদি।্যার আমার প্রশ্ন হল কিভাবে আমি বিভিন্ন জাতের ধান চিনতে পারব? জানালে খুবই উপকৃত হব।

উত্তর/মতামত

ধান সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুরে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন: www.brri.gov.bd