Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : গীমাকলমি
বিস্তারিত :গীমাকলমিএখনবপনকরলেকেমনহবে

উত্তর/মতামত

গিমা কলমী এখন বপন করলে কাংখিত অংগজ বৃদ্ধির আগেই ফুল চলে আসতে পারে তাই আশানুরুপ ফলন পাওয়া যাবে না। গিমা কলমী চৈত্র মাস (মধ্য-মার্চ থেকে মধ্য-এপ্রিল) থেকে শুর করে শ্রাবন মাস (মধ্য-জুলাই থেকে মধ্য-আগস্ট)পর্যন্ত বপন করা উচিৎ।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, জয়দেবপুর, গাজীপুর এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।