Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মাটি পরীক্ষা
বিস্তারিত : মাটি কোথায় ও কিভাবে পরীক্ষা করতে হয়। এবং কি পরিমান মাটি নিত হবে।

উত্তর/মতামত

সাধারণত: কৃষকের জমি হতে সংগৃহীত মাটির নমুনা সংগ্রহ করে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিএআরআই, জয়দেবপুর, গাজীপুরে প্রেরণ করলে তা গবেষণাগারে পরীক্ষা করে ফলাফল জানানো হয়। একই ধরনের জমির ০-১৫ সে.মি. গভীর হতে ২০-২৫ টি নমুনা সংগ্রহ করে তা একসাথে ভালভাবে মিশিয়ে একটি পলিথিন ব্যাগে ভর্তি করে ব্যাগের উপর সঠিকভাবে লেবেল দিতে হবে। পরবর্তীতে এই নমুনা মৃত্তিকা বিজ্ঞান বিভাগে একটি দরখাস্তের সাথে দাখিল করতে হবে।
ড. মো: আজিজুল হক
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিএআরআই, গাজীপুর
মোবাইল-০১৭১৫-১৬১৩১৩