Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আমের আগামরা রোগ
বিস্তারিত :গাছের ডালের আগা ও পাতা মরে যায়

উত্তর/মতামত

আগা-মরা /ডাইব্যাক প্রতিকারঃ
আক্রান্ত ডগা কিছু সুস্থ অংশসহ কেটে পুড়িয়ে ফেলতে হবে। কাটা অংশে বর্দোপেষ্ট (১০%) এর প্রলেপ দিতে হবে। বর্দো মিশ্রন (১%) অথবা ইন্ডোফিল এম-৪৫ ২ গ্রাম/লিঃ হারে মিশিয়ে ১৫ দিন অন্তর ২ বার স্প্রে করতে হবে।
তথ্য সূত্র: মোবাইল অ্যাপস "কৃষি প্রযুক্তি ভান্ডার"