Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বেগুনের পচনধরা
বিস্তারিত :আমার জমিতে বেগুন চাষ করেছি ১৫ শতক, কিন্তু পোকা ওবেগুনের পচন কোনভাবে রোধ করতে পারছি না এখন আমি কি করতে পারি?

উত্তর/মতামত


বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকা দমনের জন্য ট্রেসার ১মিলি/লিটার স্প্রে ও সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা।
জেসিড, হপার, থ্রিপস জাতীয় পোকা দমনের জন্য ইমটাক্লোরোপিড জাতীয় কীটনাশক ঔষধ (ইমিটাফ, এডমায়ার) স্প্রে করা।
বেগুনের পচন রোগ দমন
পঁচা বেগুন ধংস করা।
কারবেন্ডাজিম গ্রুপ এর ঔষধ (ব্যাভিস্টিন, অটোস্টিন) স্প্রে করা।
ড. একেএম, কামরুজ্জামান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।