Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : নারিকেলের ফল অাটকানো
বিস্তারিত :নারিকেল গাছে ফল ধরে কিন্তু ফল অাটকে না

উত্তর/মতামত

ফল পচা রোগ: এ রোগের কারণে অপরিপক্ক বা কচি ফল পচে যায়। রোগের আক্রমণের ফলে গোড়ার দিক বিবর্ণ হয়ে যায়। পরবর্তী সময় বাদামী রং ধারণ করে এবং ফলের গায়ে সংক্রমিত স্থানে ছত্রাকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রতিকার: প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে ইন্ডোফিল এম-৪৫ বা ম্যানকোজেব মিশিয়ে আক্রান্ত ফলে ভালভাবে স্প্রে করতে হবে। রোগের আক্রমন রোধ করতে হলে গাছ পরিস্কার রাখতে হবে।
তথ্য সূত্র: কৃষি প্রযুক্তি হাতবই, ৭ম সংস্করন।