Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেপের রোগ
বিস্তারিত :পেপের পাতা হলুদ, কুকড়ে যাওয়া ও তেল চিড়চিড়ে হয়ে বৃদ্ধি বন্ধ হওয়া। পেপের গায়ে পোটা পোটা দাগ হওয়া।

উত্তর/মতামত

পেঁপের মোজাইক ও পাতা কোঁকড়ানো রোগ দুটি ভাইরাস জনিত রোগ, যা জাব পোকার মাধ্যমে ছড়ায়। আক্রান্ত পাতা হলুদ হয়, পাতা বেকে কুড়ড়ে যায়, বৃদ্ধি বন্ধ হয়। গাছের গোড়া পরিস্কার, আগাছা পরিস্কার করতে হবে। জাব পোকা দমনের মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা যায়। আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। পাতায় তেল চিটচিটে ভাব হয় মিলিবাগের আক্রমনে। আপনার গাছে মিলিবাগ নামক সাদা পাউডারের মত পোকার আক্রমন আছে কিনা জানান নি। এই পোকা আক্রমন থাকলে প্রতিকার জানতে ভিজিট করুন www.bari.gov.bd, কৃষি প্রযুক্তি হাত বই, ৭ম সংস্করণ, ফল ফসল (পেঁপে) এছাড়া, পেঁপের গায়ে ফোটা দাগ এ্যানথ্রাকনোজ রোগের কারণে। এজন্য, নোইন/ব্যাভিসিন প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম হারে মিশিয়ে ১০-১৫ দিন অন্তর ২/৩ বার স্প্রে করলে উপকার পাওয়া যায়।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২