Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : করলা
বিস্তারিত :করলার পাতা কূস্কানো রোগ কি ঔসধ দিব

উত্তর/মতামত


করলা গাছের পাতা ও ডগা কোকড়ানোর কারণ হচ্ছে ভাইরাস আক্রান্ত হয়েছে।
প্রতিকার : বেশি আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। যাতে অন্য সুস্থ গাছ আক্রান্ত কম হয়। যেহেতু পোকা দ্বারা ভাইরাস রোগ ছড়ায় তাই পোকা দমনের জন্য এ্যাডমেয়ার ০.৫ মিলি/লিটার পানিতে মিশিয়ে ১২-১৫ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে। আবার গাছের গোড়া ও ডগা কেটে রস বের হয় মনে হলে গামোসিসি রোগ হয়েছে। এটি ছত্রাক জনিত হতে পারে। তাই বোর্দো পেষ্ট (১:১:১০) অনুপাতে বা কপার ফানজিসাইট ফাটা অংশ প্রলেপ দিয়ে তুলা দিয়ে পেছিয়ে রাখতে হবে।সর্বপরি ফসলের মাঠ আগাছামুক্ত রাখতে হবে।
তথ্য সূত্র: সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর।