Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : উপযুক্ত ফসল নির্বাচন
বিস্তারিত :নোয়াখালী জেলার, সেনবাগ থানার,দেবীসিংহপুর গ্রাম। আমি জানতে চাই,এই অঞ্চলে লাভজনকভাবে কোন ফসল চাষ করতে পারি।এই অঞ্চলের জন্য উপযুক্ত ফসল কোনটি। অল্প সময় অধিক লাভ এর পাশাপাশি Realy পদ্ধতিতে কি কি চাষ করতে পারি। আমি আরো জানতে চাই, Agronomic crops এবং Horticultural crops এর মাঝে কোনটি চাষ বেশি লাভজনক।

উত্তর/মতামত

উক্ত অঞ্চলে তিসি চাষ করা নাভজনক হতে পারে।
বোরো ধানের সাথে সরিষা Realy করলে লাভজনক হবে।
Horticultural Crops চাষাবাদই অধিক লাভজনক।

তাসলিমা জাহান, বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বারি, গাজীপুর
মোবাইল-০১৭১৮৪২৬৪৪০