Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : বেগুন
বিস্তারিত :জাত : বাজার থেকে সংগ্রহীত চারা। গাছের পাতা মোড়ানো ও রং হলুদ ও ফ্যাকাশে হয়ে গিয়েছে। পাশাপাশি ফুল ও ফলের ফলন কম। বেগুন বাকা ও পচন ধরেছে। পিজিআর ও মানিক ( acetemprid) প্রয়োগ করেছি।

উত্তর/মতামত


১। ম্যাগনেসিয়াম অক্সাইড সার প্রয়োগ করুন বিঘা প্রতি ১ কেজি (হলদে রং এর জন্য)
২। গাছের গোড়াতে যেন পানি না জমে বা স্যাত স্যাতে না হয়।
৩। ইমিডাক্লোরোপিড গ্রুপ এর কীটনাশক যেমন ইমির্টাফ স্প্রে করুন (মাত্রানুযায়ী)
৪। কার্বেন্ডাজিম গ্রুপ এর ঔষধ যেমন ব্যাভিষ্টিন স্প্রে করুন। (পচার জন্য)
ড. এ কে এম কামরুজ্জামান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারী, সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৭৫৪১১২০৫০