Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : স্কোয়াশ বীজ রোপনের সময়
বিস্তারিত :স্কোয়াশ বীজ রোপনের উপযুক্ত সময় কোন মাস?

উত্তর/মতামত

স্কোয়াশের জাতের বিবরণঃ ফসলের নাম: স্কোয়াশ জাতের নাম: বারি স্কোয়াশ-১ বৈশিষ্ট্য: ১.এটি একটি উচ্চ ফলনশীল জাত। ২.পরাগায়নের পর থেকে মাত্র ১৫-১৬ দিনেই ফল সংগ্রহ করা যায়। ৩. নলাকার গাঢ় সবুজ বর্নের ফল। ৪. গড় ফলের ওজন ১.০৫ কেজি। ৫. প্রতি হেক্টরে গড় ফলন ৪৫.৫০ টন। উপযোগী এলাকা: সারা দেশে চাষ উপযোগী বপনের সময়: অক্টোবর-ডিসেম্বর মাসে বীজ বপন করা যায়। মাড়াইয়ের সময়: ফল পরাগায়নের ১০-১৫ দিনের মধ্যে সংগ্রহ করতে হবে। Chief Scientific Officer, Olericulture Division, HRC, BARI