Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : উন্নত জাতের খোজ
বিস্তারিত :বরেণ্দ্র অঞ্চলের জন্য (jatropha) জামাল গোটা প্রাপতি স্থান ও চাষ পদ্ধতী জানতে চাই ।

উত্তর/মতামত

বিএআরআই এর ফল বিভাগে সুপারি নিয়ে কোন গবেষণা কার্য পরিচালিত হয় না। দেশের সর্বত্র চাষযোগ্য ২টি নারিকেলের জাত বারি নারিকেল-১ এবং ২ থাকলেও বিএআরআই উদ্ভাবিত কোন হাইব্রেড জাত নেই। এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অধিনস্ত হরটিকালচার সেন্টার, আসাদ গেট, ঢাকায় যোগাযোগ করে দেখতে পারেন। ভিয়েতনামী নারিকেল ও কেরালা খাটো জাতের নারিকেলের হাইব্রিড আমদানী করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২