Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : to get/ purchase plants of bari piyara -4
বিস্তারিত :

উত্তর/মতামত

বারি পেয়ারা-৪ বিএআরআই উদ্ভাবিত নতুন জাত। এই জাতটির চারা কলম উৎপাদনের কার্যক্রম চালু রয়েছে। ফল বিভাগ, বিএআরআই, গাজীপুর থেকে চারা কলম সংগ্রহ করতে চাইলে আগামী সেপ্টেম্বর –অক্টোবর মাসে যোগাযোগ করুন। সীমিত পরিমান চারা কলম পেতে পারেন। এছাড়া, বর্তমানে যোগাযোগ করে দেখতে পারেন। মহিদুল ইসলাম, এসও, পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র, রাইখালী, রাঙ্গামাটি। মোবাইল: ০১৯১৮৫৪৫৪১৪

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২