Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেপে গাছে ফুল আসার পরের পরিচর্যা কী? কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা যাবে কিনা
বিস্তারিত :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে

উত্তর/মতামত

পেঁপে গাছে ফুল আসার পর থেকে ফল পরিপক্ক হওয়া পর্যন্ত এক মাস অন্তর অন্তর গাছ প্রতি ১০০ গ্রাম ইউরিয়া এবং ১০০ গ্রাম পটাশ সার দিতে হবে। অতিরিক্ত বৃষ্টি হলে জমিতে যাতে পানি না জমে বিশেষ করে পেঁপে গাছের গোড়ায় যাতে পানি না জমে এজন্য প্রয়োজন অনুযায়ী নালার ব্যবস্থা করতে হবে। সাধারণত ফুল আসার পর থেকে পেঁপে গাছে কোন ধরণের কীটনাশক প্রয়োগ করার দরকার নেই। কারণ কীটনাশক প্রয়োগ করলে পরাগায়নে সাহায্যকারী পোকা মারা যেতে পারে। এর ফলে ফ্রুট সেট কম হবে এবং পরবর্তীতে ফলন কম হবে। তবে ফল পরিপক্ক হওয়ার পর থেকে প্রয়োজনবোধে কীটনাশক প্রয়োগ করা যেতে পারে।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২