Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : কি ভাবে German Cockroach দমন করব ?????
বিস্তারিত :আমাদের বাড়ি সহ আশেপাশের কয়েকটা বাড়িতে এই পকার উপদ্রপ বৃ্দ্ধি পেয়েছে এবং এর বংশবিস্তার দ্রূত বৃ্দ্ধি পাচ্ছে ( হঠাৎ করেই আবির্ভাব হয়েছে ) , এই পোকার দমন করার সকল চেষ্টাই আমাদের এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে...। বাড়ির বিভিন্ন প্লাস্টিক এবং রাবার জাতীয় উপাদান গুলো খেয়ে ফেলছে (TV Remote Button, বেল্ট, তার ইত্যাদি ) ............। এছাড়াও খাবারের বিভিন্ন উপকরণ উপর দিয়ে এদের চলাফেরা সবসময় দেখা যায় এবং খাবার গুলো নষ্ট করে ফেলছে ...... । ( ব্যবহিত উপকরণ ঃ- Cypermethrin, ডেলাথয়েট 40 ইসি ( ডাইমেথইয়েট )) ......।

উত্তর/মতামত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ বিভিন্ন ফসলের পোকা-মাকড়ের দমন সংক্রান্ত গবেষণা কার্যক্রম করে থাকে এবং সে বিষয়ে পরামর্শ প্রদান করে থাকে। কিন্তু অত্র ইনস্টিটিউটের গৃহস্থলীর পোকা-মাকড় যেমন: তেলাপোকা সংক্রান্ত কোন গবেষণা করা এখতিয়ার বহির্ভূত বিধায় তেলাপোকা নিধন সংক্রান্ত কোন পরামর্শ প্রদান করা সম্ভবপর হলো না। তবে এ সংক্রান্ত তথ্য ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, মহাখালী, ঢাকা হতে পাওয়া যেতে পারে।

ড. সৈয়দ নূরুল আলম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, কীটতত্ত্ব বিভাগ, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৭৩০-৪৩৩৮৪৯