Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : মাল্টা চাষ
বিস্তারিত :আমার বাড়ি কাপাসিয়া,গাজিপুর। আমি বারি -১ মাল্টা চাষে আগ্রহী । কাপাসিয়াতে কি চারা সংগ্রহ করা যাবে ? আপনাদের থেকে চারা সংগ্রহ করার নিয়ম কি ? কি পরিমান চারা আপনারা প্রদান করেন একজনকে , বিস্তারিত জানাবেন ।

উত্তর/মতামত

বারি মাল্টা-১ এর চারা কাপাসিয়া থেকে সংগ্রহ করা যাবে না কারণ কাপাসিয়াতে আমাদের কোন অফিস নাই। বিএআরআই এর প্রধান কার্যালয় গাজীপুর থেকে উক্ত চারা /কলম সংগ্রহ করতে পারবেন। একজন চাষীকে মাতৃবাগান স্থাপনের জন্য বর্তমানে ৮-১০ টি চারা/কলম সরকারী মূল্য পরিশোধ সাপেক্ষে দেয়া যাবে। সেক্ষেত্রে আপনি যে কোন অফিস খোলার দিনে ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করতে পারবেন।
ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২