Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : সরকারি পাওয়ার টিলার
বিস্তারিত :আমাদের এলাকায় কৃষি ব্যাবস্থা খুব খারাব এবং খুবি নিম্ন মানের কৃষি ব্যাবস্থা। এমত অবস্থায় আমাদের নিম্ন মানের কৃষকদের সরকারি সহযোগিতা দরকার। এই মুহূর্তে আমাদের সরকারি সহযোগিতা ছাড়া কৃষি ব্যাবস্থা সঠিকভাবে চালানো কোনো মতেই সম্ভব হচ্ছেনা আমাদের সরকারি পাওয়ার টিলার দরকার।নয়তো আমাদের কৃষকদের জমি চাষের জন্য মৃত্যু পর্যন্ত চলে যাওয়া স্বাভাবিক।কনো মতেই কৃষক তার পরিবার চালানো বা বাচানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আমাদের করনীয় কি জানালে আমাদের এলাকার নীরিহ কৃষক গুলো বেচে থাকার জন্য নতুন জীবন ফিরে পেতো।

উত্তর/মতামত

'বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) হতে কোন পাওয়ার টিলার বিতরণ করা হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প হতে সীমিত আকারে পাওয়ার টিলার ও অন্যান্য কৃষি যন্ত্রপাতি কৃষকের নিকট ভর্তুকিতে বিতরণ করা হয়ে থাকে। এ ব্যাপারে আপনার উপজেলায় কৃষি অফিসের সাথে যোগাযোগ করে তথ্য ও সুবিধা পেতে পারেন।'
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
এফএমপিই বিভাগ, বিএআরআই, গাজীপুর