Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : চারা বাছাই
বিস্তারিত :ফল বাগান করার জন্য, কোন ধরনের চারা রোপন করা উত্তম। নতুন চারা নাকি ১ বছরের পুরানো চারা ।যেমন মাল্টা,লিচু ,আম এর জন্য । কোন সময় বারি উদ্ভাবিত সব জাতের চারা পাওয়া যায়?

উত্তর/মতামত

আম ও লিচু বাগান করার জন্য একই জাতের কলম না লাগিয়ে বিভিন্ন জাতের কলম লাগানো ভাল, বারি মাল্টা-১ এর বাগান করতে পারেন। ১ বছর পর্যন্ত বয়সের চারা লাগানো যেতে পারে। বারি উদ্ভাবিত জাতের চারা জুলাই মাস হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত পাওয়া যেতে পারে।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২