Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেপে চারা মরে যাচ্চে
বিস্তারিত :আমার পেপে গাছের চারা গজানোর পর ১ সপ্তাহ পর মরে যাচ্ছে।এখন কি করলে চারা মরবেনা।জানালে উপকৃত হতাম?

উত্তর/মতামত

এক্ষেত্রে আপনি রিডোমিল এমজেড-৭২ নামক ছত্রাকনাশক প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম হারে মিশিয়ে প্রতি সপ্তাহে অন্তন ১ বার করে গাছ এবং মাটিতে স্প্রে করে দেখতে পারেন। আশা করছি এভাবে ২-৩ বার স্প্রে করলে ভাল ফলাফল পরেত পারেন।
ড. মদন গোপাল সাহা
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফল বিভাগ