Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : আম গাছের পরিচর্যা
বিস্তারিত :আমি ৭ মাস আগে উপজেলা হর্টিকালচার সেন্টার হতে 'বারি আম- ৩' এর কলম এনে আমার বাড়ির আঙিনাতে রোপণ করি। প্রায় ৩ মাস ধরে আম গাছটির পুরাতন পাতা গুলোর মধ্যে সাদা দাগ দেখা যাচ্ছে এবং নতুন সবুজ পাতার কিনারা দিয়ে পাতা খায়া ফেলছে। এর জন্য আমি কি কি পরিচর্যা করতে পারি?? আমি কিছু দিন পরপর 'ল্যামডা এবং টিল্ট ২৫০ ইসি' পানি এর সাথে মিশিয়ে স্প্রে করি। আমার এই কীটনাশক ব্যবহার করা কি ঠিক আছে? আমি বর্ষার আগে গাছের গোড়ায় 'গোবর, ইউরিয়া, টিএসপি, পটাশ, জিঙ্ক' অল্প পরিমাণে দিই।

উত্তর/মতামত

আপনার ছবি দেখে রোগ বা পোকার বিষয়টি পরিস্কার নয়, তবে আপনি এ ব্যাপরে নিকটস্থ কোন কৃষি কর্মকর্তার সহায়তা নিতে পারেন। গাছের বয়স অনুসারে বর্ষার আগে ও পরে অন্তত ২ বার মাত্রা অনুযায়ী ইউরিয়া টিএসপি, এমপি, জিংক সালফেট, বোরন সার ইত্যাদি ব্যবহার করতে হবে। টিএসপি এবং জিংকসালফেট একবারে সম্পূর্ণটুকু ব্যবহার করা যেতে পারে। অন্য সার সমান ২ বা ৩ ভাগে ভাগ করে গাছের ঠিক দুপুরের ছায়া বরাবর/১ হাত ভিতরে নালা বা ছিটিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। প্রয়োজন অনুযায়ী সার দেয়ার পর সেচ দিতে হবে।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২