Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : স্ট্রবেরী চাষ বিষয়ে
বিস্তারিত :আমার বাসা মেহেরপুর। আমি পড়াশোনার পাশাপাশি একজন কৃষি উদ্যোক্তা হতে চাই। স্ট্রবেরী চাষের প্রতি আমি বেশ কৌতুহল। প্রথমত ছাদ কৃষির জন্য স্ট্রবেরী কাটিং খুজছি। এটা আমার আশে পাশে কোথায় চাষ হয় বা চাষ সমন্ধে উপযুক্ত তথ্য দিয়ে আপনাদের সাহায্য কামনা করছি।

উত্তর/মতামত

স্ট্রবেরী রানার বা টিসু কালচার এর মাধ্যমে চারা উৎপাদন করা হয়। আপনি ছাদ কৃষির জন্য বারি স্ট্রবেরি-১, বারি স্ট্রবেরি-২, বারি স্ট্রবেরি-৩ অথবা বারি স্ট্রবেরি-১, বারি স্ট্রবেরি-২ চারা আপনার নিকটস্থ কোন বিশ্বাসযোগ্য নার্সারী অথবা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট/রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত চাষাবাদ পদ্ধতি কৃষি প্রযুক্তি হাতবই অথবা স্ট্রবেরী চাষের উপর লিফলেট সংগ্রহ করে নিতে পারেন।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র,
বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২