Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : Dragon plant
বিস্তারিত :dragon bari 1 jater plant sylhet pawa jabe ki....apnader sylhet stock a available ache ki r price kemon hobe?...please janaben.

উত্তর/মতামত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি ড্রাগন ফল-১ একটি উচ্চ ফলনশীল জাত। বিএআরআই অন্তর্ভূক্ত সাইট্রাস গবেষণা কেন্দ্র, জৈন্তাপুর, সিলেটে বারি ড্রাগন ফল-১ এর চারা তৈরী করার প্রয়াস চলছে। কিন্তু এ বছর গাছগুলি কাটিং এর উপযুক্ত হয়নি বিধায় চারা উৎপাদন করা সম্ভব হয়নি। তবে আগামী ১ অথবা ২ বছর পর সেখান থেকে চারা পাওয়া যাবে।

বিএআরআই অন্তভূক্ত আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর, মৌলভীবাজার থেকে চারা প্রতি ২০/- (বিশ) টাকা মূল্যে প্রয়োজন সাপেক্ষে চারা সংগ্রহ করতে পারবেন।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২