Back  

প্রশ্ন/উত্তর/মতামত

প্রশ্ন

বিষয় : পেয়ারার জাত প্রসঙ্গে
বিস্তারিত :পলি পেয়ারা নামে কি পেয়ারার কোন জাত আছে ? যদি থাকে তবে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য চাচ্ছিলাম ।

উত্তর/মতামত

পলি পেয়ারা নামে একটি পেয়ারার জাত আছে। এর পাতা ও ফল সাধারণত মেরুন কালারের হয়। এর বৈশিষ্ট হল পেয়ারার উইল্টিং রোগ দমনের জন্য এই পেয়ারার চারাকে রুটস্টক/আদি জোর হিসাবে ব্যবহার করে অন্য পেয়ারার কলম করা হয়।

ড. মদন গোপাল সাহা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
মোবাইল: ০১৫৫২-৪৫০১৮২